close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চাঁদের গাড়ি চুরির ঘটনায় দীঘিনালায় যুবক গ্রেপ্তার

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চাঁদের গাড়ি চুরির ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।..

বৃহস্পতিবার (৯ মে) ভোররাত সাড়ে ৩ টার দিকে বোয়ালখালী ইউনিয়নের জামতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. জামাল মিয়া (২০)। তিনি জামতলী এলাকার মো. নাছিরের ছেলে।

থানার এজাহার সূত্রে জানা যায়,  জামাল মিয়া উপজেলার বেতছড়ি এলাকার বাসিন্দা মৃত বাবুল মিয়ার ছেলে মো. ইব্রাহিম খলিলের চাঁদের গাড়ি ভাড়ায় চালাতেন। গত ৩ মে তিনি গাড়িটি চুরি করে অন্যত্র পাচার করে দেন বলে অভিযোগ পাওয়া যায়। গাড়িটির আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

গাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, দীঘিনালা থানা পুলিশ অভিযানে নামে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে জামাল মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

コメントがありません