নিউজ ডেক্সঃ
বরগুনার বেতাগীতে চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল নেতাদের আসামী করে মামলা করেন পৌরসভার বাসিন্দা খোকন। মামলার উল্লেখিত ৩নম্বর আসামী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যার পর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিন খান (৪৫), ২ নম্বর আসামি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু হাওলাদার (৪০) এবং ৩ নম্বর আসামি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন (৪৮)।
এছাড়াও মামলায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০) এর ৪/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বরগুনা আদালতের সি/আর ৬০/২০২৫ নম্বর মামলার বাদী খোকন হাওলাদার। মামলাটি বেতাগী থানার মামলা নং ৭
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে বেতাগী পৌরসভার টেম্পু স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় অভিযুক্তরা নিজেদের তৈরি মনগড়া রশিদ ব্যবহার করে ইজিবাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায় করেন।
মামলার বাদী খোকন হাওলাদার বলেন, এক নম্বর আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান পৌরসভার নামে জাল রশিদ তৈরি করে সাধারণ চালকদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছেন।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান যে রশিদ ব্যবহার করছেন তা সম্পূর্ণ জাল এবং জালিয়াতির মাধ্যমে তৈরি। এটি একটি বেআইনি কর্মকাণ্ড এবং আমি মনে করি এটি স্পষ্ট চাঁদাবাজি।
খোকন হাওলাদার আরো বলেন, এই ঘটনার প্রতিবাদে পূর্বে বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।



















