close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বসুরহাট পৌরসভায় জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন : কোম্পানীগঞ্জ, নোয়াখালী [২৬ জুন ২০২৫]

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে বসুরহাট পৌরসভায় একটি গুরুত্বপূর্ণ "জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এবং শেলটেক কনসালট্যান্টস (প্রা.) লি.-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় বসুরহাট পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ভূমি ব্যবহার, জনসংখ্যা, যানবাহন, সড়ক নেটওয়ার্ক এবং নাগরিক সুবিধা সংক্রান্ত জরিপকৃত তথ্য উপস্থাপন করা হয়।
করিমূল হক সাথীর সঞ্চালনায় , বসুরহাট পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হালিম উল্যাহর  সভাপতিত্বে

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার ও বসুরহাট পৌরসভা প্রশাসক তানভীর ফরহাদ শামীম।

বিশেষ অতিথি ছিলেন , যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী প্রকৌশলী মোঃ ইয়াসিন,
এলজিইডি প্রতিনিধি এবং শেলটেক কনসালট্যান্টস-এর ঊর্ধ্বতন কর্মকর্তা চৌধুরী আক্তার হোসাইন (Team Leader),
মোঃ শাহাদাত  হোসেন (Senior Consultant-Survey),  আল মুস্তাকিন অপূর্ব (Urban Planner), মোঃ সিফাত রেজা (Assistant Urban Planner),
অলিউল্লাহ রিমন (Assistant Urban Planner)
আব্দুল বাসেত ভূঁইয়া (Assistant Urban Planner)।
 এছাড়াও পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জরিপকৃত তথ্য বিশ্লেষণের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধি করা সম্ভব হবে। সঠিক তথ্যের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য এবং পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা যাবে।

কর্মশালায় ভবিষ্যতের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সুপরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করে উপস্থিত বিশেষজ্ঞরা বলেন, এই ধরনের উদ্যোগ নগরের দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Nema komentara


News Card Generator