বরুড়ায় ঝড়বৃষ্টির তাণ্ডবে ৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে রাস্তা অবরুদ্ধ
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:
গতকাল রাতে ঘূর্ণিঝড় ও প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডবে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে রাস্তায়। এতে ওই এলাকার প্রধান সড়কটি সাময়িকভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খুঁটিগুলোর অবস্থা নাজুক ছিল। যথাযথ সংস্কার বা প্রতিস্থাপন না করায় সামান্য ঝড়েই বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। খুঁটি ভেঙে পড়ার ফলে আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
ঘটনার পরপরই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ ও সড়ক চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
সংবাদদাতা: রবিউল হোসেন