close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেলেন কামারখন্দের মাহবুব পলাশ..

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

নিজস্ব প্রতিবেদকঃ বিরল প্রজাতি বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ "ছ” ক্যাটাগরিতে ২য় স্থান অধিকার করে পুরস্কার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বৃক্ষপ্রেমী মাহবুব পলাশ।

তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের আবুল আজাদ শেখ ছেলে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে সহকারী বন সংরক্ষক, সিরাজগঞ্জ ও পাবনা (অ: দা:) রিজিয়া পারভীন মিষ্টি এই পুরস্কারটি মাহবুব পলাশের হাতে তুলে দেন। এর আগেও তিনি জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬ অর্জন করেন। তিনি দেশি-বিদেশি বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংগ্রহ করে বাগান করেছেন। তার সংগ্রহে রয়েছে প্রায় ৩৪৫ বিপন্ন ও বিরল প্রজাতির বৃক্ষ।

মাহবুব ইসলাম আই নিউজ বিডিকে বলেন, ২০১২ সালে বন বিভাগ ৪৫ প্রজাতির বিরল ও বিপন্ন গাছ ঘোষণা করেছে। তার মধ্যে আমার কাছে ৪৩টি গাছ রয়েছে। আমাকে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন আমি প্রতি বছর বিভিন্ন জায়গায় বিনামূল্যে বৃক্ষ দেই আবার বিক্রিও করি। এতে আমি বেশ লাভবান হই। কৃষকসহ সমগ্র বাংলাদেশের সবাইকে বিরল ও বিপন্ন বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

৫ আগস্ট চলমান পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় প্রধানমন্ত্রী পুরস্কারটি সামাজিক বন বিভাগ, সিরাজগঞ্জ এর মাধ্যমে প্রদান করা হয়।

No comments found