বৃদ্ধ বাবার জমি বিক্রিতে বাধা: মেয়ে-জামাতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি বিক্রি করতে চাওয়ায় আউয়াল মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ওপর মারধরের অভিযোগ উঠেছে তার মেয়ে শিল্পী আক্তার ও জামাতা ফরহাদ হাওলাদারের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি বিক্রি করতে চাওয়ায় আউয়াল মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ওপর মারধরের অভিযোগ উঠেছে তার মেয়ে শিল্পী আক্তার ও জামাতা ফরহাদ হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আউয়াল মিয়া। অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লা ভূইগড় এলাকায় ৭.৫ শতাংশ জমির মালিক আউয়াল মিয়া। এর মধ্যে তিনি ৪.৫ শতাংশ জমি মেয়ে শিল্পী আক্তারকে বণ্টন করেন। বাকি ৩ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নিলে গত ২৮ ডিসেম্বর সকাল ১০টায় মেয়ে-জামাতা বাধা প্রদান করে। একপর্যায়ে তারা বৃদ্ধ আউয়াল মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি মারধরের চেষ্টা করে। প্রবাসী ছোট ছেলে সোহেল রানা বলেন, “আমার বাবা তার নিজের সম্পত্তি বিক্রি করতে চাওয়ায় মেয়ে জামাতা তাকে মারধর করে। আমরা দেশের প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের আবেদন জানাই।” অভিযুক্ত ফরহাদ হাওলাদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন কিছু হয়নি, আমরা শুধু জমি নিয়ে কথা বলেছি।” আউয়াল মিয়ার অভিযোগ, তাকে সম্পত্তি নিয়ে বারবার হয়রানি করা হচ্ছে। “জাল দলিল বানিয়ে, মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। এমনকি লাঠি দিয়ে মারধর করার চেষ্টা হয়েছে,” তিনি বলেন। ফতুল্লা থানার ওসি সোলেয়মান মাহমুদ জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃদ্ধ আউয়াল মিয়া এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
No comments found