close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বরগুনার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম মনি..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
বরগুনা জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের ধান..

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বরগুনার মান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমার কোনো ভুলত্রুটি হলে তা ধরিয়ে দেবেন।

 

তিনি আরও বলেন, সকল জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। সব সময় স্বাধীনতার পক্ষে কাজ করেছি। অথচ একটি কুচক্রী মহল স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েও এখন মানুষের কাছে মিথ্যা আশ্বাস দিচ্ছে।

 

নুরুল ইসলাম মনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে মিলেমিশে কাজ করব। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে আবার সে সুযোগ দেন, তাহলে বরগুনার উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখব।

 

সভায় বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, জহিরুল হাসান বাদশা, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজ ও মাইনুল আবেদিন সুমন।

 

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনার পাবলিক প্রসিকিউটর আলহাজ মো. নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator