ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির নেতারা। এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর পাথরঘাটা উপজেলা মহিলা শাখার সেক্রেটারি ইরানী আক্তার। তিনি বলেন, ২২ জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে নারী কর্মীরা বাধার মুখে পড়ছেন। অভিযোগ অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি’র অনুসারীরা প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের উদ্দেশ্যে অশ্লীল ও অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, শুধু প্রচারণাকালে নয়- কিছু ক্ষেত্রে নারী কর্মীদের বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয়েছে। এতে নারী কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম ব্যাহত হচ্ছে। বক্তারা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি’র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। তাদের দাবি, বিএনপি বা তাদের কোনো নেতাকর্মী এ ধরনের ঘটনায় জড়িত নয়; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তোলা হচ্ছে।
অন্যদিকে পাথরঘাটা উপজেলা প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















