ডিবি পুলিশের এসআই (নিঃ) আজিজুল হাকিম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আমতলী থানাধীন ২নং কুকুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্রিকফিল্ড ব্রিজ সংলগ্ন কুয়াকাটা–পটুয়াখালী মহাসড়ক থেকে সোহেল (৩২) ও ছোবাহান (৩৯) নামে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















