close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বরগুনায় ডিবির অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার 

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনজন মাদকসেবীকে গ্রেফতার করেছে।..

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বরগুনা পৌর এলাকার কলেজ ব্রাঞ্চ রোড এলাকা থেকে ইয়াবা সেবনের সময় ডিবি পুলিশের একটি টিম তাদের হাতেনাতে আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—

১) মোঃ নাজমুল ইসলাম রাজু (৩০), পিতা- নান্টু মীর, সাং- ছোট গৌরিচন্না, বরগুনা সদর। তাকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

২) মোঃ রাব্বি (২৮), পিতা- মোঃ মন্টু মিয়া, সাং- ব্রাঞ্চ রোড, বরগুনা সদর। তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

৩) মোঃ রিপন (৪০), পিতা- মৃত আদম আলী হাং, সাং- বুর্জিরহাট, বরগুনা সদর। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ড প্রদান শেষে তিন আসামিকেই জেল হেফাজতে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে জেলা পুলিশ সূত্র জানায়, আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তার নির্দেশনায় জেলায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator