close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে Introducing VLSI through ULKASEMI শীর্ষক সেমিনার অনুষ্ঠিত..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
গত ২৭ এপ্রিল ২০২৫-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে Introducing VLSI through ULKASEMI শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে VLSI এবং আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।..

গত ২৭ এপ্রিল ২০২৫(রবিবার), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান উল্কাসেমি এর যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 'Introducing VLSI Through ULKASEMI' শীর্ষক সেমিনার। সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উল্কাসেমির পাঁচজন তরুণ ও প্রতিভাবান প্রকৌশলী উপস্থিত ছিলেন, যারা ভিএলএসআই ও আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান এবং বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর ডিরেক্টর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল গোফ্ফার খান। সেমিনারের সূচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং -এর ডীন এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে তিনি সেমিনারে অংশগ্রহণকারী সকল অতিথি, কী-নোট স্পিকার এবং শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, 'বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে ইঞ্জিনিয়ারদের জন্য ভিএলএসআই এবং সেমিকন্ডাক্টর নকশা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পক্ষেত্রের বাস্তব জ্ঞান অর্জনের দুর্দান্ত সুযোগ পাবে।' প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, 'বৈশ্বিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রযুক্তি ও গবেষণার সঙ্গে যুক্ত হতে হবে। এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' এছাড়াও তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি-ভিত্তিক উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান। স্বাগত ও অতিথি বক্তব্যের পর আয়োজকের পক্ষ থেকে উল্কাসেমির কী-নোট বক্তাদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর শুরু হয় টেকনিক্যাল সেশন, যেখানে উল্কাসেমির প্রকৌশলীরা ভিএলএসআই (VLSI) প্রযুক্তি, সেমিকন্ডাক্টর নকশা ও বর্তমান বিশ্বে এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাদের উপস্থাপনায় আধুনিক চিপ ডিজাইন, মাইক্রোইলেকট্রনিক্স শিল্পে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা এবং ভবিষ্যতের প্রযুক্তিগত দিকনির্দেশনা উঠে আসে। সেশন শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কী-নোট বক্তাদের নিকট বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। সেমিনারটি সঞ্চালন করেন ইইই বিভাগের ৮ম সেমিস্টার ও ২৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ শাদমান রাফিদ খান।

No comments found


News Card Generator