close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির পরম গৌরবের দিন। অত্যাচার-অবিচার-নিপীড়নে জর্জরিত বাঙালি জাতির সামনে আলোকময় ভবিষ্যতের দুয়ার খুলে যায় আজকের দিনে।..


আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির পরম গৌরবের দিন। অত্যাচার-অবিচার-নিপীড়নে জর্জরিত বাঙালি জাতির সামনে আলোকময় ভবিষ্যতের দুয়ার খুলে যায় আজকের দিনে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

এরপর সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের উত্তর দিক থেকে শুরু হয়ে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়।

পরে সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শুরু হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা । উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা,  কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভার শুরুতে শহিদদের শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা অংশে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘স্বাধীনতা আমাদের অহংকার, এই চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখতে হবে এবং এ দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার গুরুত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করেন। উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা গণঅভ্যুত্থানে শহিদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইংঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিব আনজুমের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করে তুলতে হবে।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. শহীদুর রহমান।

No comments found


News Card Generator