close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার ও ইউএনডিপি-এর তত্বাবধানে এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স..

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার ও ইউএনডিপি-এর তত্বাবধানে এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অডি্টেরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের চাকরির বাজারে দক্ষতা ও প্রস্তুতি বিষয়ে সচেতন করা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। অনুষ্ঠানটিতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. নওশাদ পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ক্যায়িরার সেন্টারের ডিরেক্টর প্রফেসর ড. এএইচএম রহমতউল্লাহ ইমনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, 'বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, চাকরির উপযোগী দক্ষতা অর্জনও জরুরি। এই ধরনের আয়োজন তাদের প্রস্তুতিতে সহায়ক হবে।' বিশেষ অতিথি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা তার বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পথে দক্ষতা অর্জনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। মূল বক্তা মো. নওশাদ পারভেজ ক্যারিয়ার পরিকল্পনা, আধুনিক চাকরি বাজারে টিকে থাকার কৌশল এবং ভবিষ্যতের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এরপর তিনি সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

No comments found


News Card Generator