বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ জুলিফকার হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে—মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি না চাঁদাবাজি ও জঙ্গিবাদের রাজনীতি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নের হাটরামপুর এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

 

পথসভায় অ্যাডভোকেট মোঃ জুলিফকার হোসেন আরও বলেন, জাতীয় পার্টি সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে এসেছে। উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। গণসংযোগকালে প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator