close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বোচাগঞ্জে গরু চোর সন্দেহে দুই জন আটক 

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

  

দিনাজপুরের বোচাগঞ্জে (১৫ডিসেম্বর) সোমবার দিবাগত রাতে গরু চোর সন্দেহে দুই জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। মামলা সুত্রে জানাগেছে, গত (১৪ডিসেম্বর) রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার দকচাই গ্রামের মন্নাফ এর বাড়ী থেকে কালো রং এর একটি ফ্রিজিয়ান গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ১লাখ ৫০হাজার টাকা। এ বিষয়ে মন্নাফ গত ১৫ডিসেম্বর থানায় অজ্ঞাত নামা ব্যাক্তিদের বিরুদ্ধে গরু চুরি বিষয়ে একটি মামলা করে। যার মামলা নং-৯। মামলা দেয়ার পর। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে মামলার আই ও এসআই মহুরার রহমান তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঐরাতেই মহেশালই বাজার থেকে মোঃ আইজুল ইসলাম (৪৮) ও সেতাবগঞ্জ বাজার থেকে মোঃ নাসিরুল ইসলাম (৩৮)কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত নাসিরুল ইসলাম উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের ছোট সুলতানপুর গ্রামের বসবাসকারী জবাইদুর রহমান এর পুত্র এবং আইজুল ইসলাম ২নং-ইশানিয়া ইউনিয়নের শংকর ডাঙ্গী গ্রামের বসবাসকারী মৃত মাহাতাব উদ্দীনের পুত্র। আটককৃত দুইজনকে মন্নাফ এর করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।  

উল্লেখ থাকে যে, দিনাজপুরের বোচাগঞ্জে বেশ কিছুদিন ধরে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। গৃস্থ্যরা সারাদিন ফসলের মাঠে কাজ করার পর রাতে বিশ্রাম নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে একটি সংঘব্ধ গরু চোর চক্র গভীর রাতে গৃস্থ্যর বাড়ীর বেড়া কেটে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। গত সপ্তাহে উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়নের ১নং-ওয়ার্ড হরিশ চন্দ্রপুর গ্রামের বসবাসকারী জফির উদ্দীনের দুই পুত্র সফিকুল ও রবিউল ইসলামের বাড়ী থেকে একই রাতে ২জোরা গাইবাছুর ও ৩টি টি দেশী আড়িয়াসহ ৭টি গরু চুরী হয়। যার আনুমানিক মূল্য ৬লাখ টাকা।

 

 

No se encontraron comentarios


News Card Generator