খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের বিরুদ্ধে এক সিনিয়র সাংবাদিককে অপমান ও থানার ভেতর থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকের নাম আব্দুল মজিদ খান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে সিনিয়র সাংবাদিক আব্দুল মজিদ খান একজন অভিযোগকারী হিসেবে বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে দেখা করতে যান। সে সময় তিনি ওসির চেম্বারে বসে তার অভিযোগ উপস্থাপন করেন।
আব্দুল মজিদ খান জানান, তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন—পুলিশ প্রশাসন জনগণের বন্ধু হিসেবে বিভিন্ন যানবাহন, মোবাইল ফোন ও হারানো মালামাল উদ্ধার করে থাকে, অথচ তার কোটি টাকার সম্পদ-সংক্রান্ত জরুরি ফাইল ও দুই কন্যা সন্তান উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি তার অসহায় অবস্থার কথাও তুলে ধরেন।
কিন্তু অভিযোগ অনুযায়ী, ওই বক্তব্যের পর ওসি মিজানুর রহমান কোনো সহযোগিতা না করে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন এবং তার স্টাফদের নিয়ে আব্দুল মজিদ খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করে থানা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল মজিদ খান বলেন, তিনি একজন সিনিয়র সাংবাদিক হওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলার বাদী। তা সত্ত্বেও তার সঙ্গে এমন আচরণ কেন করা হলো—সে বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেন, কিসের ভিত্তিতে ওসি মিজানুর রহমান এমন খারাপ ভাষা ব্যবহার করলেন এবং তার স্টাফদের দিয়ে অপমান করালেন, তা তদন্ত হওয়া প্রয়োজন।
উপরোক্ত ঘটনায় নিরপেক্ষতা বজায় রেখে সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য দিনাজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বোচাগঞ্জ থানাসহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন সাংবাদিক আব্দুল মজিদ খান। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সেতাবগঞ্জ পৌর ও উপজেলা এলাকার সচেতন নাগরিকরাও।



















