ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান, এক রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবাসহ জাহিদ মোল্যা (৩৭) নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার গুনবহা গ্রামে তার শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার জাহিদ মোল্যা উপজেলার গুনবহা গ্রামের মান্নান মোল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে শ্বশুর লুৎফর মোল্যার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে, সেখান থেকেই উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, একটি গুলি এবং তিনটি পলিপ্যাকে রাখা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, জাহিদ মোল্যা এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা ১৪টি মামলা রয়েছে। তাকে আটক করে অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			