close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে অস্ত্র ও মাদকের একাধিক মামলার আসামি মতি কাজী গ্রেপ্তার..

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মুহাম্মদ ইমরান, জেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে সন্ত্রাস ও মাদক ব্যবসায় জড়িত চিহ্নিত অপরাধী মতি কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) বিকেল ৫টার দিকে বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত মতি কাজী ওই গ্রামের দাউদ কাজীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাস, ভাঙচুর, লুটপাট ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে বলে জানান বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন মোল্যা।

 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ মার্চ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। এ সময় তার ভাই ইসলাম কাজীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

অভিযানের জের ধরে ওই রাতেই মতি কাজীর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি ও জামায়াত সমর্থিত বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। এতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় দুইজন রাজনৈতিক কর্মী মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরদিন এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং একটি মামলাও দায়ের করা হয়।

 

পুলিশ জানায়, মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন মতি কাজী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তাকে আদালতে পাঠিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।

 

স্থানীয়দের মতে, মতি কাজীর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator