ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সন্ধা ৭ ঘটিকায় অনুষ্ঠিত এ সভায় যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে নানা পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে শক্তিশালী করা সম্ভব। তারা যুবকদের জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বোয়ালমারী পৌর যুবদলের সদস্য সচিব মো. আল আমিন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক মো. ইমরান হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবিরুল খান, মো. জাহিদ হাসান, মাহমুদ খান (রাকিব) ও মো. জাহিদ মোল্যা প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম (বাবলু) এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম চান।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।



















