close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সন্ধা ৭ ঘটিকায় অনুষ্ঠিত এ সভায় যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে নানা পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে শক্তিশালী করা সম্ভব। তারা যুবকদের জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বোয়ালমারী পৌর যুবদলের সদস্য সচিব মো. আল আমিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক মো. ইমরান হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবিরুল খান, মো. জাহিদ হাসান, মাহমুদ খান (রাকিব) ও মো. জাহিদ মোল্যা প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম (বাবলু) এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম চান।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

Комментариев нет


News Card Generator