ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাসি গ্রামে ঘুরতে না নেওয়ায় অভিমানে রীনা বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নিজ ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং তার স্বামী মো. কোরবানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রীনা ও কোরবান নীলফামারী জেলার বাসিন্দা। বর্তমানে তারা বোয়ালমারীর সোতাসি গ্রামের আহাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। কোরবান স্থানীয় একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে রীনা স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু কোরবান তাকে না নিয়েই বাসা থেকে বেরিয়ে যান। পরে সন্ধ্যা ৭টার দিকে কোরবান বাসায় ফিরে এসে দেখেন, রীনা ঘরের রুয়ায় গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ঘটনার সঙ্গে কোনো অনিয়ম বা সহিংসতা আছে কি না, তা জানতে স্বামী কোরবানকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।