ফরিদপুরের বোয়ালমারীতে কেক কেটে উদযাপন করা হয়েছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালমারী সংবাদদাতা মো. রবিউল ইসলামের উদ্যোগে বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী বলেন, ভোরের চেতনার স্থানীয় প্রতিনিধি রবিউল ইসলাম নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বলেন, এর আগে এভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের নজির নেই, যা প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ভোরের চেতনা দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোর একটি, যা প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। স্থানীয় সংবাদদাতা রবিউল ইসলাম বোয়ালমারীর সাংবাদিকতা জগতে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছেন, যা স্থানীয় গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক প্রভাব রাখছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোয়ালমারী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, অর্থ সম্পাদক জাকির হোসেন, জাগো নিউজ প্রতিনিধি এন কে বি নয়ন, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমির চারু বাবলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, বিবার্তা প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ জেলা প্রতিনিধি সনৎ চক্রবর্তী, সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, আজকের বাংলা প্রতিনিধি মুকুল বোস, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল ইসলাম এবং সংবাদ প্রবাহ প্রতিনিধি ইমরান মোল্যা প্রমুখ।



















