ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজে পবিত্র কুরআনের শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং সাধারণ শিক্ষার্থীদের কুরআন অধ্যয়নে উৎসাহিত করতে কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফরিদপুর জেলা শাখার কলেজ বিভাগ। রবিবার (১৮ মে) বোয়ালমারী সরকারী কলেজ হলরুমে 'কুরআন দিবস' (১১ মে) উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ। তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঝে কুরআনের চেতনা ছড়িয়ে দিতে পারলে সমাজে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা পাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম এবং ফরিদপুর জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মুজাহিদুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের মাঝে কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা কলেজ বিভাগের সম্পাদক হাফেজ ওয়াদিজ্জুমান এবং সঞ্চালনা করেন বোয়ালমারী পৌর ছাত্রশিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন।
কুরআন বিতরণ অনুষ্ঠানটি কলেজ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এরকম ধর্মীয় সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			