ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) উপজেলার ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের ইতিহাস বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের গুরুত্ব ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার কলেজ সম্পাদক আব্দুল ওয়াহিদ, এইচআরডি সম্পাদক মো. মুজাহিদ এবং বোয়ালমারী পৌর শাখার সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমান, শিক্ষক মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী আজম খান। এ সময় ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্রদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে সংগঠনটি।