close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ভারতের উজান থেকে নেমে আসা পানিতে হঠাৎ করে বন্যা শুরু হয়ে যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ ১১টি জেলায়। মুহূর্তের মধ্যে ৫০ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে এবং চরম খাদ্য সংকটে পড়েন। এ সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসে। এর মধ্যে শায়খ আহমাদুল্লাহ বরাবরের মতো সাহযোগিতার হাত বাড়িয়ে দেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে একটি তহবিল গঠন করা হয় এবং গত কয়েকদিনে ১০০ কোটি টাকার বেশি তহবিলে জমা হয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন এবার বন্যা তহবিলে আর কোন টাকা না পাঠানোর জন্য অনুরোধ করেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত বন্যা তহবিলের অনুদান সংগ্রহ কার্যক্রম চলবে। রোববার (১ সেপ্টেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, “আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১২টায়। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।”
এর আগে, গত বৃহস্পতিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, বন্যা তহবিল ইতিমধ্যে ১০০ কোটি টাকা জমা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে জানানো হয়, তাদের ত্রাণ প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ চলছে। প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৫০০ টন, যা এখন ৭০০ টনে পৌঁছেছে এবং প্রয়োজন হলে আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
Walang nakitang komento