close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বন্দরে সোহান হত্যা মামলার আসামী কাজল গ্রেফতার 

GK Shohag avatar   
GK Shohag
উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ) 

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর সোহান হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কাজল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২১ এপ্রিল) রাতে র‌্যাব-১১ এর একটি চৌকস দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুন্সিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজল মিয়া বন্দর থানার সালেহনগর এলাকার মৃত সামছুউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিপিসি কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইশতিয়াক হোসাইন। মামলার বরাত দিয়ে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০২৪ সালের ১৩ অক্টোবর রাতে বন্দরের রূপালী আবাসিক এলাকায় হোসিয়ারী শ্রমিক সালাম মিয়ার ছেলে, কিশোর সোহানকে (১৫) গ্রেফতারকৃত কাজল মিয়া ও তার ছেলে রাজসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। সোহান বন্দরে সড়কে যানজট নিরসনে কাজ করতো। 

পরে এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১৫ অক্টোবর রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ে করেন।

গ্রেফতারকৃত আসামি মোঃ কাজল মিয়া (৫৫) 'কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator