close
লাইক দিন পয়েন্ট জিতুন!
বন্দর ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, তিন যাত্রী আহত, উত্তেজিত জনতা সড়ক অবরোধে


বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক চাপায় ব্যাটারি চালিত একটি অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী, যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের উত্তেজিত জনতা দীর্ঘ তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে, এবং এ সময় ১৫-২০টি গাড়ি ভাঙচুর করা হয়।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম মো. আসাদ (৫০)। তিনি বন্দরের পুরাতন বন্দর চৌধুরী এলাকার মৃত আমির হোসেনের ছেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল সাড়ে ৬টার দিকে অটোরিকশা চালক মো. আসাদ তিন যাত্রী নিয়ে পুরাতন বন্দর এলাকা থেকে সেন্ট্রাল খেয়াঘাটে যাচ্ছিলেন। মদনগঞ্জ-মদনপুর সড়ক অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে চলা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আসাদের মৃত্যু হয়, এবং গুরুতর আহত হন তিন যাত্রী। আহতদের মধ্যে একজন আবুল হোসেন (৭০)। তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে, এবং ঘাতক ট্রাক চালকের গ্রেফতার, সিসি ক্যামেরা স্থাপন ও গতিরোধক নির্মাণের দাবি জানায়। প্রায় তিন ঘণ্টা পর, কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘাতক ট্রাকটির আটক অভিযান চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
कोई टिप्पणी नहीं मिली