close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন..

Amran Ahmed avatar   
Amran Ahmed
এমরান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) থেকেঃ
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল রোববার (১৫ জুন) দুপুরে দক্ষিণভাগ এমসিএম উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।..

 

এমরান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) থেকেঃ
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল রোববার (১৫ জুন) দুপুরে দক্ষিণভাগ এমসিএম উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ সিদ্দিকী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খান।
অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, জাহিদুল ইসলাম মামুন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন প্রমুখ।

এছাড়াও কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সদস্য আব্দুল মালিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবি সিদ্দিক দুলাল, সদস্য সচিব আমিনুল হক মেম্বার, জেলা ছাত্রদলের সহ সমাজসেবা সম্পাদক আবু তাহের, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, জেলা শ্রমিক দল নেতা নজরুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক তায়েফ আহমদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পরে দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫০ জন কাউন্সিলর গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫টি পদে (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক) ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে ১৮৩ ভোট পেয়ে সাইফুল ইসলাম নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন আব্দুল বাছিত (১৮০ ভোট), সাধারণ সম্পাদক ফয়জুর রহমান (৩০০ ভোট), সহ-সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন (১৯৪ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন অহিদ আহমদ (১৮৯ ভোট)।

রাত সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদিন।

নতুন নেতৃত্বের মাধ্যমে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত হয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

No comments found


News Card Generator