মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার (৪ জানুয়ারি) দুপুরে বড়লেখা পৌরসভার পূর্ব গ্রাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
অভিযানকালে কৃষিজমি থেকে এক্সকাভেটর দিয়ে অনুমতি ছাড়া মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অভিযুক্ত মো. স্বপন (২৪), পিতা মো. আইহুলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।



















