close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বকশীগ‌ঞ্জে ভাইয়ের মৃত্যুকে পুঁজি করে চাঁদাবাজি মামলায় আক্তার এখন কারাগারে..

Ratan Entiser avatar   
Ratan Entiser
বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ভাইকে 'ঢাল' হিসেবে ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আক্তার হোসেন নামের এক কথিত সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় ব্যক্তিদের..

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামালপুর বিজ্ঞ সিআর আমলী আদালত, বকশীগঞ্জ-এ দায়েরকৃত মামলার শুনানি শেষে বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত আক্তার হোসেন বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬ ধারায় মামলাটি দায়ের করেছেন বকশীগঞ্জের গোয়ালগাঁও পূর্বপাড়া এলাকার বাসিন্দা গোলাম মোহাম্মদ মনু (৫৮), যিনি ওই এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে।

বাদী গোলাম মোহাম্মদ মনু অভিযোগ করেন, গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে আক্তার হোসেনের ভাই রিপন নিহত হন। এরপর থেকেই আক্তার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়াতে থাকেন। ভাইয়ের হত্যার মামলায় আসামি করার ভয় দেখিয়ে আক্তার বাদীর কাছ থেকে দফায় দফায় প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
গত ১৬ নভেম্বর আক্তার বাদীর বাড়িতে ঢুকে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তিনি প্রাণনাশের হুমকি দেন। দুই দিনের মধ্যে টাকা না দিলে ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া এবং মাদক মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর ভয় দেখান তিনি।

শুনানি শেষে আদালত অভিযোগগুলো আমলে নিয়ে আক্তারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে বকশীগঞ্জবাসীর মধ্যে স্বস্তি দেখা দেয়। 

বকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ বলেন, ভাইয়ের মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে আক্তার হোসেন এলাকার সম্মানিত ব্যক্তিদের টার্গেট করছিলেন। এই গ্রেফতারের মাধ্যমে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার ওপর আস্থা ফিরে পেয়েছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator