বকশীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত..

Ratan Entiser avatar   
Ratan Entiser
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বকশীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।..

 

শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড় সংলগ্ন লাউচাপড়া অবকাশ বিনোদন কেন্দ্রে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। বনভোজন ও ফ্যামিলি ডে উপলক্ষে বিভিন্ন খেলাধুলা, বিনোদনমূলক প্রতিযোগিতা এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন, সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল, প্রচার সম্পাদক রতন ইনতেসার, সাংস্কৃতিক সম্পাদক জামিউল হক জামিল, সমাজকল্যাণ সম্পাদক আলমাছ আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ কার্যকরী সদস্য সরকার আব্দুর রাজ্জাক, সারোয়ার জামান রতন এবং অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়া সদস্যদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শহরের কোলাহল থেকে দূরে মেঘালয়ের পাদদেশে গারো পাহাড়ের নিরিবিলি ও মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলায় অংশ নেন সবাই। প্রথম পর্বে অতিথিরা ঘোরাঘুরি ও আড্ডায় সময় কাটান। পরবর্তী পর্বে মহিলাদের বালিশ খেলা ও মিউজিক চেয়ার, শিশুদের হাড়িভাঙা খেলাসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান।

לא נמצאו הערות


News Card Generator