ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের চমকপ্রদ পরামর্শ: ৫০ শতাংশ ভ্যাট-ট্যাক্স বাড়
 
			 
				
					বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন চট্টগ্রামে আয়োজিত ‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক সম্মেলনে ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি চমকপ্রদ পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘একটি রেজুলেশন নেন, সকলে একত্রিত হয়ে ৫০ শতাংশ ভ্যাট ও ট্যাক্স বাড়িয়ে দেন। তারপর দেখবেন, দেশটি ভালো হয়ে যাবে।’ তার এই বক্তব্য দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য নতুন একটি দৃষ্টিকোণ তুলে ধরেছে।
উল্লেখ্য, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ৫০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। তবে বাণিজ্য উপদেষ্টা মনে করেন, দেশের বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে এবং অর্থনীতি শক্তিশালী করতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ জরুরি।
শেখ বশির উদ্দিন আরও জানান, ‘বিগত সরকারের সময়ে অপরিকল্পিত বিনিয়োগের কারণে শিল্প খাতে সংকট তৈরি হয়েছে। কৃষিতে ভর্তুকি দিয়ে শিল্প খাতকে বাঁচানো হচ্ছে।’ তিনি শিল্প খাতের ওপর উচ্চ শুল্ক করের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের মতো দরিদ্র অর্থনীতির দেশে ভ্যাট ও ট্যাক্সের মধ্যে সংযোগ প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘বিগত সরকারের আমলে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। রাজনীতিবিদ, আমলা, বিচারক, এবং অন্যান্য শক্তিশালী ব্যক্তিরা একসাথে দুর্নীতির জোট তৈরি করেছিলেন, যার ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হয়ে পড়ে।’
বাণিজ্য উপদেষ্টা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা যদি পরিবর্তনের দিকে না এগিয়ে যাই এবং দক্ষতার মূল্যায়ন না করি, তবে দেশের ভবিষ্যত উজ্জ্বল হবে না।’
সম্মেলনের প্রধান অতিথি মো. সেলিম উদ্দিন অর্থনৈতিক সংস্কারকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন, এবং তৌফিকুল ইসলাম খান সম্মেলনে মূল প্রস্তাবনা উপস্থাপন করে
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			