সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গণসংযোগ শেষে জনসভায় যাওয়ার পথে বরগুনা-০২ আসনে দশদলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতানা আহমেদ বিবিচিনি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় মাঠে গাড়ি থামান। মাঠে খেলায় মগ্ন শিশুদের দেখে তিনি গাড়ি থেকে নেমে সরাসরি কেলার মাঠে চলে যান। ব্যাট হাতে নিয়ে শিশুদের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেট খেলায় মেতে ওঠেন তিনি।
রাজনীতির আনুষ্ঠানিকতা ছাপিয়ে এই মুহূর্ত যেন হয়ে ওঠে এক টুকরো নির্ভেজাল আনন্দ। খেলা শেষে ডা. সুলতানা আহমেদ শিশুদের হাতে চকলেট তুলে দেন, আদর করে কথা বলেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদের কথা জানান। পাশাপাশি তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দোয়া ও ভালোবাসা কামনা করেন।
স্থানীয়রা জানান, একজন প্রার্থীকে এভাবে শিশুদের সঙ্গে মিশে যেতে দেখে তারা আনন্দিত ও আবেগাপ্লুত হয়েছেন। অনেকেই এটিকে রাজনীতির গণ্ডির বাইরে গিয়ে মানবিক সম্পর্ক তৈরির একটি সুন্দর দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
ডা. সুলতানা আহমেদ বলেন, শিশুরাই আমাদের আগামীর বাংলাদেশ। তাদের হাসিই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই, রাজনীতি হোক মানুষের জন্য, বিশেষ করে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন।



















