close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ব্যাপক প্রশংসায় ভাসছে শ্রীপুর পৌর ছাত্রদল

Md Sale avatar   
Md Sale
ব্যাপক প্রশংসায় ভাসছে শ্রীপুর পৌর ছাত্রদল।

গত ১৮/০৬/২০২৫ ইং রোজ মঙ্গলবার বিভিন্ন মাধ্যমে 'রাজনীতির নিচে চাপা পরছে জুলাই গ্রাফিতি'' শিরোনামে একটি প্রবেদন প্রকাশের পরদিন গাজীপুর..

ব্যাপক প্রশংসায় ভাসছে শ্রীপুর পৌর ছাত্রদল।

গত ১৮/০৬/২০২৫ ইং রোজ মঙ্গলবার বিভিন্ন মাধ্যমে 'রাজনীতির নিচে চাপা পরছে জুলাই গ্রাফিতি'' শিরোনামে একটি প্রবেদন প্রকাশের পরদিন গাজীপুরের শ্রীপুর পৌর ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে পোস্টার গুলো নিজ দায়িত্বে তোলে নেওয়া হয়। এসময় এক ছাত্রদল নেতা দাবী করেন ছোট ভাইদের অসতর্কতা বশত পোস্টার গুলো জুলাই গ্রাফিতির উপরে পরে যায়। আর যখন শ্রীপুর পৌর উপজেলা ছাত্রদলের দায়িত্বশীলগণ এ ঘটনা জানতে পারেন, তখন তাৎক্ষণিক তারা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন। এবং মামুন আকন্দের নেতৃত্বে তা সরানোর কাজ শুরু করেন।
এসময় ছাত্রদল নেতা মামুন আকন্দ সকল সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জুলাই গ্রাফিতি সংরক্ষণ করার জন্য অনুরুধ করুন। এবং গ্রাফিতির উপর ফেস্টুন ব্যানার পোস্টার না লাগানোর অনুরোধ করেন।

এমন মহৎ কাজের জন্য শ্রীপুর উপজেলার পৌর ছাত্রদল ব্যাপক প্রশংসা অর্জন করেছে। গাজীপুর জেলার দৈনিক নয়াদিগন্তের রিপোর্টার ও গাজীপুর জেলা সংবাদিক পরিষদের সভাপতি মো: মুজাহিদ এক ফেসবুক পোস্টে পৌর ছাত্রদল নেতা মামুন আকন্দসহ তার সকল সহযোদ্ধাদেরর আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

মো: আবু সালেহ 
গাজীপুর (শ্রীপুর)

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator