রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের চলমান বিক্ষোভ চলাকালীন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন ঢাকা ওয়াচ ২৪-এর সাংবাদিক মুহিউদ্দিন আহমেদ তানভীর। এই ঘটনায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জানা যায়, আন্দোলনকারীদের দ্বারা স্থানীয় এক ব্যক্তিকে মারধরের ঘটনা মোবাইলে ধারণ করতে গেলেই সাংবাদিক তানভীরকে লক্ষ্য করে একযোগে হামলা শুরু করে বিক্ষোভকারীরা। তার অভিযোগ অনুযায়ী, ভিডিও ধারণ করতে দেখেই বেশ কয়েকজন আন্দোলনকারী তাকে ঘিরে ফেলেন এবং লাথি, ঘুষি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন।
হামলার তীব্রতা এত বেশি ছিল যে, সেই মুহূর্তে আরটিভি ও ঢাকা প্রেসের দুজন সাংবাদিক এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হামলাকারীরা কেবল মারধর করেই ক্ষান্ত হননি, তারা সাংবাদিক তানভীরের আইডি কার্ড ছিঁড়ে ফেলেন এবং জোর করে তার মোবাইল ফোন থেকে ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলার জন্য চাপ দেন। এমনকি তার হাত থেকে ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি ভাগ্যক্রমে ঘটনাস্থল থেকে সরে আসতে সক্ষম হন। এই ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে চরম বাধা এবং সাংবাদিকের নিরাপত্তাহীনতা স্পষ্ট হয়ে উঠেছে।
তানভীর জানান, তিনি অলৌকিকভাবে সেই বিপদসংকুল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এমন একটি সংবেদনশীল স্থানে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পথে একটি বড় বাধা বলে মনে করছেন গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



















