close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিশ্ব তামাক মুক্ত দিবসে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপনে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভা, যেখানে তামাকের কুফল এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস- ২০২৫ পালিত হয়েছে। 

বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৩১ মে '২৫) সকাল ১০টায়  জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন ভবনের সামনে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক। 

এ সময় জেলা প্রশাসন সহ সরকারি ও বেসরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা তামাক গ্রহণের ফলে ক্যান্সার সহ শরীরে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক বিপর্যয়ের কথা তুলে ধরেন। এছাড়াও তামাকের কুফল তুলে ধরে বক্তারা বলেন, গোপালগঞ্জে তামাক চাষের প্রবণতা কমিয়ে আনা হচ্ছে। কিন্তু সিগারেট কোম্পানীর আর্থিক প্ররোচনার কারনে তা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও তামাক জাতীয় পণ্যের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপ করা যাতে ধূমপায়ীরা তামাক জাতীয় পণ্য ব্যবহারে নিরুৎসাহিত হয়। তামাক চাষ বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আলোচনা সভাশেষে কুইজে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator