ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ৮ই মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে ময়মনসিংহ রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল "সম্প্রীতি, শান্তি ও মানবতার জন্য আমরা একত্রিত"।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মহিদুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, সম্পাদক, রেডক্রিসেন্ট ইউনিট ময়মনসিংহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। তিনি তার বক্তব্যে রেডক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ড ও বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ঐতিহ্য তুলে ধরেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যিনি ময়মনসিংহ রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন সেবাদান করেছেন। তিনি রেডক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন।
এছাড়াও সভায় রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান, অন্যান্য সদস্যবৃন্দ ও যুব রেডক্রিসেন্ট নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা সকলেই সমাজে মানবতা, সেবা ও স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে এই কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি ময়মনসিংহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে রেডক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।