শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
'দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে'এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন '২৫) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ দপ্তর বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীর সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরক্তি জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, জেলা ভেটেনারী অফিসার ডাঃ বিপ্লবজিৎ, সাবেক প্রাক্তন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, খামারী মোঃ শহিদুল ইসলাম ও বাবু শংকর কুমারসহ জেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দগ্ধ খাবারেও বিভিন্ন উদ্যোক্তা।
আয়োজকেরা জানান, সাতক্ষীরার বেশ কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুধ বিতরণ করা হবে। উদ্দেশ্য, শিশুদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুধ গ্রহণে উৎসাহিত করা।