close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

Jiten Das avatar   
Jiten Das
কুড়িগ্রামের রৌমারীতে বিষাক্ত সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।..

নিহত ফিরোজা খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকার ফেরদৌস আলীর স্ত্রী। তিনি ৪ কন্যা সন্তান রয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ফরমান আলী। ফরমান আলী জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন ফিরোজা খাতুন। এ সময় আকস্মিকভাবে এক বিষাক্ত সাপ এসে ওই নারীর পায়ে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে  স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, বিষাক্ত সাপের কামড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। ঘটনায় মৃতের পরিবারসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

没有找到评论