close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিরাট কোহলি না প্রীতি জিনতা? আইপিএল ফাইনালে কাদের হাতে উঠছে শিরোপা—ভবিষ্যদ্বাণী করল এআই!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্রায় আড়াই মাসের রোমাঞ্চকর লড়াইয়ের পর আজ নির্ধারিত হবে আইপিএলের নতুন চ্যাম্পিয়ন। কিন্তু বিরাট কোহলির বেঙ্গালুরু না প্রীতি জিনতার পাঞ্জাব—কাদের হাতে উঠবে স্বপ্নের ট্রফি? গ্রক, জেমিনি আর চ্যাটজিপিটির ভব..

দীর্ঘ প্রায় আড়াই মাসের উত্তেজনার অবসান ঘটাতে চলেছে আজ। সন্ত্রাসী হুমকির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের চালু হওয়া আইপিএল এবার পৌঁছেছে চূড়ান্ত পর্বে। চলমান ১৮তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS)। প্রতিযোগিতার শুরুতে যে ১০টি দল মাঠে নেমেছিল, তাদের মধ্যে ৮ দল বিদায় নিয়েছে ইতোমধ্যেই। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসছে ফাইনালের মহারণ, যা নির্ধারণ করবে নতুন চ্যাম্পিয়ন।

দুই দলই কখনোই আইপিএল ট্রফি জেতেনি। তাই আজ যে-ই জিতুক না কেন, আইপিএল পাবে এক নতুন রাজা। তবে প্রশ্ন উঠেছে—কে এগিয়ে? কার হাতে উঠবে বহুল আকাঙ্ক্ষিত শিরোপা? সেই প্রশ্নের উত্তর খুঁজছে কেবল ভক্তরা নয়, জনপ্রিয় এআই চ্যাটবটগুলোর বিশ্লেষণও

 

এক্স (পূর্বতন টুইটার)-এর তৈরি এআই চ্যাটবট গ্রক বিশ্লেষণ করে জানিয়েছে, বেঙ্গালুরু ফাইনালে সামান্য হলেও এগিয়ে। গ্রক বলছে, কোয়ালিফায়ার-১ এ মুখোমুখি লড়াইতে বেঙ্গালুরু যেভাবে পাঞ্জাবকে বিধ্বস্ত করেছিল, সেটিই তাদের আত্মবিশ্বাসের বড় ভিত্তি।

সে ম্যাচে পাঞ্জাব গুটিয়ে গিয়েছিল মাত্র ১০১ রানে, আর বিরাট কোহলির দল ম্যাচটি জিতেছিল ৮ উইকেটে, হাতে ছিল পুরো ১০১ বল! এছাড়াও জশ হ্যাজলউড ও সুয়াশ শর্মার বোলিং ফর্ম, ও কোহলি ও ফিল সল্টের ধারাবাহিক ব্যাটিং এই ভবিষ্যদ্বাণীতে প্রভাব রেখেছে।

গ্রকের মতে, “বেঙ্গালুরুর অভিজ্ঞতা, সাম্প্রতিক রেকর্ড ও খেলোয়াড়দের ছন্দ আজকের ফাইনালে তাদের এগিয়ে রাখবে।” এমনকি ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসনও বেঙ্গালুরুর পক্ষ নিয়েছেন বলে উল্লেখ করেছে গ্রক।

তবে এটাও বলা হয়েছে, পাঞ্জাব যদি টস জিতে রান তাড়ায় নামতে পারে, এবং শিশিরের সুবিধা পায়, তাহলে ম্যাচটি হাড্ডাহাড্ডি হতে পারে।

 

১. জেমিনি (Gemini):

গুগলের জনপ্রিয় এআই জেমিনিও প্রায় একই পূর্বাভাস দিয়েছে। তাদের মতে, সাম্প্রতিক ফর্ম, দলীয় ভারসাম্য এবং কোয়ালিফায়ার-১ এ সরাসরি মুখোমুখি পারফরম্যান্সে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু। তবে জেমিনি সতর্ক করেছে—“পাঞ্জাবের ব্যাটিং শক্তি এক দিনে যেকোনো দলকে উড়িয়ে দিতে পারে।”

তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইলে জেমিনি জানিয়েছে—“আমাদের অনুমান, শিরোপা উঠবে কোহলিদের হাতে।”

 

২. চ্যাটজিপিটি (Chat GPT)

ওপেনএআই-এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিও একই বিশ্লেষণ দিয়েছে। তাদের মতে, পুরো মৌসুমে বেঙ্গালুরুর পারফরম্যান্স ছিল বেশ ধারাবাহিক। পাঞ্জাবের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছিল তারা। এই জয় এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফাইনালে কোহলিদের ফেবারিট করে তুলেছে।

তবে চ্যাটজিপিটি সতর্ক করে বলেছে—“শেষ ম্যাচে পাঞ্জাব যেভাবে মুম্বাইয়ের ২০৩ রান তাড়া করে ফাইনালে উঠেছে, তা শ্রেয়াস আইয়ারদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।” অর্থাৎ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

 

এআই প্ল্যাটফর্মগুলো যে তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী করেছে, তাতে বেঙ্গালুরু সামান্য হলেও এগিয়ে। তবে ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তার খেলা। মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে।

আজ রাতেই জানা যাবে—বিরাট কোহলির হাতে কি উঠবে প্রথম আইপিএল শিরোপা, নাকি প্রীতি জিনতার পাঞ্জাব কিংস নতুন ইতিহাস গড়বে?

Inga kommentarer hittades