নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা র্যাব-১১ এর একটি অভিযানিক দল। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। অভিযানে ৭২ বোতল ফেনসিডিল, প্রায় ১০ কেজি গাঁজা ও ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার (১৬ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে, রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রাব্বি (৩০), ও বাবুল মৃধার ছেলে আব্দুল ওয়াহেদ (১৮)।
এই ঘটনায় পলাতক রয়েছেন একই এলাকার আব্দুল মালেকের ছেলে মো. জুয়েল (৩২)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা ও পলাতক জুয়েল পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা বিক্রয় করত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেফাজতে থাকা মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে তারা হেফাজতে রেখেছিল।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।