close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
বিপিএলের টিকিট নিয়ে বিশাল বিশৃঙ্খলা থামছেই না। একে একে নানা ধরনের অশান্তির মধ্যে এবার মিরপুরে ঘটে গেলো নতুন এক ঘটনা—টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দিলো বিক্ষুব্ধ দর্শকরা।
২০২৪ সালের বিপিএলের উদ্বোধনী দিনে মিরপুর স্টেডিয়ামের বাইরে প্রথম থেকেই ঝামেলা শুরু হয়েছিল। তখন টিকিট না পেয়ে গেট ভেঙে প্রবেশ করেছিল একদল দর্শক। এবার, টিকিটের জন্য অনেকটা সময় অপেক্ষা করার পর অবশেষে উত্তেজিত দর্শকরা টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) খেলা শুরুর আগেই মিরপুরের সুইমিং কমপ্লেক্সে শুরু হয় দর্শকদের ক্ষোভ। সকাল ১১:৩০ নাগাদ একদল দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করে টিকিট কাউন্টার ভাঙচুর শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে পুলিশ সেখানে পরিস্থিতি স্বাভাবিক করে।
এবারের বিপিএলে টিকিট অনলাইনে কেনার পাশাপাশি মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও টিকিট সংগ্রহ করা যাচ্ছে। তবে, ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বিসিবি বুথে বিক্রির ব্যবস্থা রেখেছিল।
Không có bình luận nào được tìm thấy