আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে সমগ্র দেশ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সূর্যোদয়ের ঠিক পরক্ষণেই ভোর ৬টা ৩৪ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই ভোর ৬টা ৫৬ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে থাকেন এবং পরে স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপ্রধান ও প্রধান উপদেষ্টা উভয়ই সেখানে উপস্থিত আহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ এবং বিদেশি কূটনীতিকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কুয়াশা আর শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে হাতে লাল-সবুজের পতাকা আর হৃদয়ে দেশপ্রেম নিয়ে হাজার হাজার মানুষ স্মৃতিসৌধে হাজির হন। সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায়। বিশেষ করে শিশুদের মাথায় জাতীয় পতাকা এবং গালে আঁকা বিজয়ের আল্পনা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। বীর সন্তানদের প্রতি এই গভীর শ্রদ্ধা আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুখরিত ছিল আজকের বিজয় দিবস।



















