close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
বিমানবন্দরে মা-ছেলের বহু প্রতীক্ষার সাক্ষাৎ: খালেদা জিয়া লন্ডন রওনা হচ্ছেন আজ রাতেই


বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য আজ রাত ১০টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে তিনি রওনা হবেন।
হিথ্রো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা। দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় পর মা-ছেলের এ আবেগঘন পুনর্মিলন ঘটতে চলেছে। এ সময় যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন।
লন্ডন পৌঁছেই বেগম খালেদা জিয়া ভর্তি হবেন ঐতিহ্যবাহী ‘লন্ডন ক্লিনিক’-এ, যা একটি অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টার হিসেবে পরিচিত। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তাঁর লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হচ্ছে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, খালেদা জিয়ার অসুস্থতার কথা জেনে, তাঁর জন্য বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। এ বিমানে চারজন কাতারি চিকিৎসক, প্যারামেডিকস এবং ঢাকা থেকে ছয়জন সদস্যের মেডিকেল বোর্ড তাঁর সঙ্গে থাকবেন।
দেশবাসীর দোয়া প্রার্থনা
বেগম খালেদা জিয়ার চিকিৎসার সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও দল। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাডাম যেন সুস্থ হয়ে আবার দেশে ফিরতে পারেন, সেজন্য সবার আন্তরিক প্রার্থনা কামনা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, উন্নত চিকিৎসার অংশ হিসেবে তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রয়োজন হলে লন্ডন ক্লিনিক থেকে সুপারিশ করা হবে। এ ছাড়া সুস্থতা অর্জন করলে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার ইচ্ছাও তাঁর রয়েছে।
এ যাত্রা শুধুই চিকিৎসার জন্য হলেও, এটি দেশবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সকলে আশা করছে, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।
Aucun commentaire trouvé