পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্বে নিউ ইয়র্কে পৌঁছেছেন। সফরের প্রধান উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের কথিত আগ্রাসন তুলে ধরা এবং বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা।
রোববার (১ জুন) এ তথ্য জানিয়েছে এআরওয়াই নিউজ। প্রতিনিধি দলে রয়েছেন হিনা রব্বানি খার, ড. মুসাদিক মালিক, খুররম দস্তগীর খান, বুশরা আনজুম বাট, তহমিনা জানজুয়া এবং জলিল আব্বাস জিলানির মতো প্রভাবশালী রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বরা। সিনেটর শেরি রেহমান পরদিন নিউ ইয়র্কে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
সফরকালে প্রতিনিধি দলটি জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি এবং নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া, জাতিসংঘে কর্মরত সাংবাদিকদের জন্য একটি প্রেস ব্রিফিংয়েরও আয়োজন করা হবে।
আগামী মঙ্গলবার রাতে প্রতিনিধি দলটি ওয়াশিংটন ডিসি-তে রওনা হবে। সেখানে তাদের মার্কিন কংগ্রেস সদস্য, স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি এবং সাবেক ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
রয়টার্সের বরাতে জানা গেছে, সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র-পাকিস্তান বাণিজ্যে ৩ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত থাকায়, পাকিস্তানি পণ্যের ওপর সম্ভাব্য ২৯ শতাংশ শুল্ক আরোপের আশঙ্কা দেখা দিয়েছে। এই ইস্যুটিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের জানান, পাকিস্তানি একটি প্রতিনিধি দল আসন্ন সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবে।



















