নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিস্কৃত তিন বিএনপি নেতার বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
সোমবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে মো: গোলাম মোস্তফা (গোলাম), সহ-সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি; খন্দকার ওয়াহিদ মুরাদ, সদস্য, নাগরপুর উপজেলা বিএনপি এবং বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন খান (রাজা), সভাপতি, মোকনা ইউনিয়ন বিএনপিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।
পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বহিস্কার আদেশ প্রত্যাহার করে অদ্য তাদের স্বপদে বহাল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও জানানো হয়।



















