মতলব উত্তরে পহেলা বৈশাখ উপলক্ষে তানভীর হুদার নির্দেশে আনন্দ র্যালি
শহিদুল ইসলাম খোকন
চাঁদপুরের মতলব উত্তরে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তানভীর হুদার নির্দেশ পহেলা বৈশাখ ১৪৩২কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজন সুজাতপুর বাজারের চৌরাস্তা মোড় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালিটি বের করে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে সংক্ষিপ্ত আলোচনায় সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ মো. বিল্লাল ফরাজি।
এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ফ্যাসিস্ট হাসিনার বাংলা বর্ষবরণে কোনো আয়োজন করতে পারেনি। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পরামর্শে মতলবে বিজাতীয় সংস্কৃতি ঠেকাতে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে জমজমাট আয়োজনে বর্ষবরণ করা হয়।
তারা আরও বলেন, জননেতা গানভীর হুদার পক্ষ থেকে মতলব উত্তর -দক্ষিণ তথা চাঁদপুর -২ আসেনর সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। পাশাপাশি জাতী ধর্ম ভূলে সবাই যেন সুখে শান্তিতে থাকতে পাড়ি সেই লক্ষে সকলের এগিয়ে আসতে হবে।



















