শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ -আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত দলীয় প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতার জন্য সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গত ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার (৩ জানুয়ারী '২৬) বেলা ১২টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পরে কাজী আলাউদ্দীন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আজকে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, এজন্য আমি শুকরিয়া জানাচ্ছি। পূর্বে আমি দেবহাটা-কালিগঞ্জ আসনে ২০০১ সালে নির্বাচন করে জয়লাভ করে এলাকার উন্নয়ন করেছি। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। উন্নয়নের রূপকার হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনি-কালিগঞ্জ দুটি উপজেলা নিয়ে সাতক্ষীরা-৩ আসন করা হয়েছে। এ নির্বাচনে বিএনপি থেকে আমাকে ধনেরশীষ প্রতিকে মনোনয়ন দিয়েছে। আমি আমার দলীয় ভাই বিএনপি নেতা ডা. শহিদুল আলমকে সাথে নিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবো। বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে ধানেরশীষ প্রতিককে বিজয়ী করে জনাব তারেক রহমানকে সাতক্ষীরা ৩ আসন উপহার দেবো ইনশাআল্লাহ।



















