close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই। বরং, দুই দলের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে এবং ভবিষ্যতে একত্রে কাজ করার পরিকল্পনা রয়েছে।
সোমবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেসের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
তাহের আরও বলেন, জামায়াত বিএনপির সঙ্গে দূরত্ব অনুভব করে না এবং দুই দল ভবিষ্যতে একই লক্ষ্যে কাজ করতে আগ্রহী।
Tidak ada komentar yang ditemukan