শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে শুভ মিত্র (২৩) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। সে কপিলমুনি বাজারের শুভ ইলেকট্রনিক্সের মালিক বাপ্পি মিত্রের পুত্র।
রবিবার (৮ জুন '২৫) দুপুরে নিজ বাড়িতে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভ।
এ সময় বেলা ১টার দিকে তাকে তালা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘেষণা করে।
কিছুদিন পরে শুভ মিত্রের বিবাহ হবার কথা ছিল বলে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।