শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিনুর নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়নের সোদকনা গ্রামে এ ঘটনা ঘটে।
সোদকনা গ্রামের জামাল উদ্দীনের ছেলে শাহিনুর (৩১) মঙ্গলবার (২০ মে '২৫) বেলা ১১ টার দিকে বাড়ির পাশে সোদকনা বিলে মৎস্য ঘেরের মটরে বিদ্যুতের তার লাগাচ্ছিল। এসময় কেউ তার সাথে ছিলনা। সবার অজান্তে বিদ্যুতায়িত হলে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। দুপুর আড়াইটার দিকে তাকে খোজ করার এক পর্যায়ে ঘেরের মটরের কাছে পুকুরে তার মৃতদেহ দেখতে পায়। মৃতকালে তিনি মা-বাবা, স্ত্রী, এক ছেলে, ভাইবোন রেখে যান।
আশাশুনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।